সিলেটে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিলেটে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কেটে উদযাপন অনুষ্ঠান গত ২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে মদন মোহন কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মদন মোহন সরকারি কলেজ সিলেটের সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম (বিটিএফও)।

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম সিলেট জেলা শাখার আহবায়ক সারওয়ার আলম মিথুন এর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব মোঃ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন লেফট্যানেন্ট জেবা আমাতুল হান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের সহ সভাপতি বিভাস রায় ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বি ওয়াই সি এফ সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক মোছাঃ রহিমা আক্তার, সাংবাদিক মুহিবুর রহমান, মোঃ এহিয়া ও আমজাদ হোসেন, সদস্য মুহিত খান, এনামুল হক, আনিসুর রহমান সরদার, শামীম আহমদ, জনি মিয়া, নাজিম আহমদ, সুজাত আহমদ, ক্যাডেট সার্জেন্ট শুভ চৌধুরী, সাহিদ আহমদ, রাহি, আবু বকর, সিহাব হাসান, জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কেক কেটে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম বলেন, দেশের সেবা ও আর্ত মানবতার কল্যাণে সুনামের সাথে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম কাজ করে যাচ্ছে। দেশের যে কোন দুর্যোগে বিপদগ্রস্ত ও বঞ্চিত মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়ায় ফোরামের নেতৃবৃন্দ। তিনি বলেন, মহামারী করোনা ভাইরাস ও ভয়াবহ বন্যার সময় সিলেট বিভাগে মনবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছে। তিনি বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের মত অন্যান্য সংগঠনকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি