সিলেটে মীনাক্ষি সাহা’র নৈঃশব্দ্যের শব্দরথ বইয়ের প্রদর্শন

সিলেটে মীনাক্ষি সাহা’র নৈঃশব্দ্যের শব্দরথ বইয়ের প্রদর্শন

সিলেটে মীনাক্ষি সাহা’র নৈঃশব্দ্যের শব্দরথ বইয়ের প্রদর্শন করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বই মেলায় নাগরী স্টলের সামনে সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ নৈঃশব্দ্যের শব্দরথ বইয়ের প্রদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সীমান্তিক’র উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির, প্রভাষক জিয়াউল সৈয়দ, প্রভাষক আব্দুল আজিজ, প্রভাষক শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক সিপ্রা শিপু, ইউমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদার, স্কলার্সহোম এর সহযোগী অধ্যাপক বইয়ের লেখিকা- মীনাক্ষি সাহা, কবি আবিদ ফায়সাল প্রমুখ।
অনুষ্ঠানে ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, বই জ্ঞানের ভান্ডার, তাই বেশি বেশি বই পড়তে হবে। জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে বই পড়ার বিকল্প নেই। তিনি বলেন, সিলেট বই মেলায় বিজ্ঞ লেখকদের বই প্রকাশিত হয়েছে, এটা পাঠকদের জন্য সুখবর। তিনি আলোকিত সমাজ গঠন ও মেধা বিকাশের লক্ষ্যে সবাইকে বই পড়ার আহবান জানান। বিজ্ঞপ্তি