সিলেটে রাজমিস্ত্রী হত্যা মামলায় একজনের ফাঁসি

সিলেটে রাজমিস্ত্রী হত্যা মামলায় একজনের ফাঁসি

রয়েল ভিউ ডেস্ক:
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় রাজমিস্ত্রী নজরুল ইসলাম হত্যা মামলায় আব্দুল মুবিন লিমন (১৮) নামের আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ওই মামলার একমাত্র আসামি।

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. মিজানুর রহমান ভূঁইয়া রোববার (১২ জুন) এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মুহিব আলীর ছেলে। আসামি লিমন বর্তমানে কারাগারে রয়েছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ার হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার নন্দিরফল গ্রামের রাজমিস্ত্রী নজরুল ইসলামকে ফোন করে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা রেখে বিয়ানীবাজার থানায় মামলা করেন। মামলা নম্বর-২৬(১২)১৯।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম ভূইয়া মোবাইলের কললিস্টের সূত্র ধরে ওই সালের ৩১ ডিসেম্বর গ্রেফতার করেন আব্দুল মুবিন লিমনকে। পরবর্তীতে ওই দিনেই সিলেটের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নওরিন করিমের কাছে হত্যার ঘটনা স্বীকার করেন লিমন।

এ ঘটনায় মামলার তদন্তী কর্মকর্তা ২০২০ সালের ২৯ জুন আদালতে চার্জশিট দাখিল করেন (নং ৮৯)। আদালতে ২৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে লিমনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদন্ডের আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুর রহমান আফজাল বলেন, নিহত নজরুলের পরিবার ন্যায় বিচার পেয়েছেন।