সিলেটে শেভরনের সংস্কার কাজে আকাশে ফায়ার ফ্লো, গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

সিলেটে শেভরনের সংস্কার কাজে আকাশে ফায়ার ফ্লো, গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

রয়েল ভিউ ডেস্ক:
 যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন সিলেট কার্যালয়ের অভ্যন্তরে সংস্কার কাজ করছে। এজন্য শহরের উত্তর পশ্চিম দিকের আকাশে অতিরিক্ত আলোকশিখা দেখা যাচ্ছে। মহানগরীর কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

আগামী ১২০ ঘন্টা কোম্পানিটি বিভিন্ন যন্ত্রাংশের সংস্কার কাজ করবে। এ সময় অতিরিক্ত ফায়ার ফ্লো দেখা যেতে পারে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেন শাহপরাণ (রা.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান৷

তিনি বলেন, শেভরন কোম্পানি তাদের সংস্কার কাজ করবে। এজন্য পাইপে থাকা অতিরিক্ত গ্যাসগুলো জ্বালাচ্ছে। তাই আগুন দেখা যাচ্ছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই।

এদিকে মধ্যরাতে সিলেটেজুড়ে হঠাৎ করে আগুন আতংক দেখা দেয়। এসময় নগরীর অদূরে উত্তর পশ্চিম দিকে ব্যাপক ভাবে আগুনের লেলিহান শিখা দেখে মানুষের মাঝে আতংক বিরাজ করে।

মুহূর্তে আগুন লাগার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এসব ছবি যাচাই-বাছাই না করে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে ১৭ পদাতিক ডিভিশন সেনানিবাসের বটেশ্বর ক্যাম্পে আগুন লেগেছে বলেও উল্লেখ করেন। আবার অনেকে ঘটনাটি নিশ্চিত হতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের পুরনো এসব ছবি ভেসে বেড়াচ্ছে।