সিলেট ষ্টেশন ক্লাবে নাসির উদ্দিন খান সংবর্ধিত

সিলেট ষ্টেশন ক্লাবে নাসির উদ্দিন খান সংবর্ধিত

সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করার জন্য সকল মহলের সহযোগিতা কামনা করেছেন বেসরকারিভাবে নব-নির্বাচিত সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। গত সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর উদ্যোগে ক্লাব মিলনায়তনে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সিলেট জেলা পরিষদ মানুষের কল্যাণে কাজ করবে। তিনি ষ্টেশন ক্লাব কর্তৃক তাকে এ সম্মান প্রদর্শনায় করায় ক্লাবের সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সিলেট ষ্টেশন ক্লাবের সার্বিক উন্নয়নে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সিলেট ষ্টেশন ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদ এর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো: মোশাহিদ আলীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের অন্যতম সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সংবর্ধিত জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানকে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাব প্রেসিডেন্ট সহ পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য (অর্থ ও পরিকল্পনা বিভাগ) হারুন আল রশিদ দিপু, সদস্য (ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য (উন্নয়ন ও আবাসিক বিভাগ) কয়ছর আহমেদ ওরফে আব্দুল মুমিন, সদস্য (বিনোদন বিভাগ) ফজলে এলাহী চৌধুরী, সদস্য (ক্রীড়া বিভাগ) জুম্মা আব্বাস রাজু, সদস্য (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ, সদস্য (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ, এডভোকেট আখতার হোসেন খান, ওয়ালি মাহমুদ খান, শাহাদাত রহিম, নওশাদ আহমদ চৌধুরী, জাকির আহমদ, তুহিন কুমার দাস মিকন, আখলাকুর চৌধুরী রহমান সেলিম, জিয়াউল হক, শমসের জামাল, ফেরদৌস চৌধুরী রুহেল, সহুল আহমদ চৌধুরী, দেলোয়ার জাহান চৌধুরী, মিলাদ আহমদ প্রমুখ। এছাড়াও সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি