সিলেট সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার সকালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে র‌্যালির মাধ্যমে  মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

র‌্যালি শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা (ভূমি) সহকারী কমিশনার মো. স¤্রাট হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আহমেদ সিরাজেম মুনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিত কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল তালুকদার প্রমুখ। 
সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্টলদাতাদের ও শ্রেষ্ঠ উদ্ভাবনী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 
এদিকে, ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা স্বাস্থ্য অফিসের উদ্যোগে খাদিমপাড়া ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে যে সকল শিক্ষার্থীরা ভ্যাকসিন প্রথম ডোজ নিতে পারেনি তাদের ৫ থেকে ১১ বছর বয়সের ১০৮৭ শিক্ষার্থীদেরকে ভ্যাকসিন প্রথম ডোজ, ১২ থেকে ১৭ বছর বয়সের ৩৭ জনকে এবং ১৮ বছরের সাধারণ ৩০ জনকে বুস্টার ডোজ প্রদান করা হয়। আর খাদিমপাড়া ইউনিয়নের ৪টি ও ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থীরা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের মধ্যে ৮৭১ জনকে অনলাইন ডাটা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি