সিলেট সদর উপজেলায় বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণ বিতরণ

সিলেট সদর উপজেলায় বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণ বিতরণ

সিলেট সদর উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর ও সিলেট সদর উপজেলা শাখা। 
শুক্রবার দিনভর উপজেলার জালালাবাদ, হাটখোলা, মোগলগাঁও ও কান্দিগাঁও ইউনিয়ন পরিদর্শন করে বন্যাক্রান্ত লোকজনের খোঁজ খবর নেন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামায়াতের সিলেট জেলা (উত্তর) সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা আমীর আলহাজ্ব সুলতান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী সভাপতি এ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, সদর জামায়াতের নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, সেক্রেটারি নাজির উদ্দিন আহমদ সহ স্হানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন বরাবরের মতো জামায়াত তার সাধ্যানুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছে। এরকম দুর্যোগ মুহুর্তে দলমত নির্বিশেষে সবাইকে সামর্থ্য অনুযায়ী মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। তারা সরকারকে ত্রাণ তৎপরতা জোরদার ও দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় বন্যাদুর্গতদের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি