সিলেট সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সিলেট সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

রয়েল ভিউ ডেস্ক :

১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক বলেছেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জঙ্গি দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। এছাড়া, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে সেনাবাহিনী। গতকাল রোববার মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সিলেট সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। দেশ উন্নয়নে ও দেশের সুনাম বৃদ্ধিতে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের কঠোর আত্মত্যাগের চিত্র তুলে ধরে তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুগোপযোগী করতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে আরও শক্তিশালী করতে বর্তমান সরকার সবসময় আন্তরিক। বক্তব্যের শুরুতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মারণ করেন। একই সাথে বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সিলেট সেনানিবাসে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাসহ অতিথিদের স্বাগত জানান ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক।

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এবং বীর মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সাঁড়াশি আক্রমন শুরু করে। এর ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় তরান্বিত হয়। ১৯৭১ সালের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর ২১ নভেম্বর যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়। গত বছর করোনাকালীন পরিস্থিতির কারণে এ দিবসটি উদযাপন করা সম্ভব না হলেও এবছর করোনাকালীন পরিস্থিতি উন্নতি হওয়ায় বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক। বক্তব্য শেষে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেয়া হয়। পরে সবাইকে নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহিদ এমপি, হাবিবুর রহমান হাবিব এমপি প্রমুখ।