সিলেটে ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ৫৫.৪১ ভাগ

সিলেটে ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ৫৫.৪১ ভাগ

রয়েল ভিউ ডেস্ক :
 সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা কেবল বাড়ছেই। এ বিভাগে গত ২৪ ঘন্টায় ৭১১টি নমুনা পরীক্ষা ৩৯৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৫৫.৪১ ভাগ। 

সিলেট স্বাস্থ্য বিভাগের শনিবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় অতিমারি করোনাভাইরাসে এ বিভাগে আরো ৬ মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪ জন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৫১৭  জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪১৯ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৪০ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় সর্বোচ্চ ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৩০ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৩৫  জন ও মৌলভীবাজারে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯৪১ জনের। জেলাওয়ারী সিলেটে ১৯ হাজার ৯৭, সুনামগঞ্জে ৩২৪২, হবিগঞ্জে ৩০৮৩ ও মৌলভীবাজারে ৩৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

২৪ ঘন্টায় সুস্থ ১১৮ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৪ হাজার ৭৩২ জন। 

শনাক্তের পাশাপাশি এ বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। এর মধ্যে সিলেটে ১৬ জন, সুনামগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৪ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৩৩ জন। এর মধ্যে সিলেটে ৪৬৩ জন, সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ২৭ জন।