সিলেটে ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৯২

সিলেটে ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৯২

রয়েল ভিউ রিপোর্ট::
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে আরও ৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২৮ জন। এরমধ্যে সিলেট জেলার ৩৪৯ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩১ জন। নতুন ৯২ জনসহ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৫ জন। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫৯ জন, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ২, মৌলভীবাজারের ১৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১০ জনের করোনা শনাক্ত হয়। সবমিলিয়ে সিলেট জেলায় ১৫ হাজার ৩৯৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৫১, হবিগঞ্জে ২ হাজার ৫৩৯ এবং মৌলভীবাজারে ২ হাজার ৬০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৬৭ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৬০ জন, সুনামগঞ্জের ১, এবং মৌলভীবাজারের ৬ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯২৪ জন।