সিলেটে ২৪ ঘন্টায় ৩৮৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

সিলেটে ২৪ ঘন্টায় ৩৮৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২


রয়েল ভিউ ডেস্ক :

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৩৮৭ জনের রেকর্ড করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  একই সময়ে সিলেট ও হবিগঞ্জে একজন করে দুইজন করোনা রোগীর মৃত্যৃ হয়েছে। সিলেট স্বাস্থ্য বিভাগের মঙ্গলবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় সর্বোচ্চ ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৫৬ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ২৮  জন ও মৌলভীবাজারে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৩৫৪ জনের। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ বিভাগে ১০৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৮৭ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৪১ ভাগ। জেলাওয়ারি সিলেট জেলায় ৭১০ জনের নমুনা পরীক্ষায় ২৪৭ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৪.৭৯ ভাগ। সুনামগঞ্জে ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৪.১৫ ভাগ। হবিগঞ্জে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার ২৯.৭৯ ভাগ। মৌলভীবাজারে ১২৫ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার ৪৪.৮০ ভাগ। 

বুলেটিনে জানানো হয়, ২৪ ঘন্টায় এ বিভাগের মধ্যে সিলেটে ১ জন,  হবিগঞ্জে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।  এ নিয়ে এ বিভাগে ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪০০ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৩৭ জনের মৃত্যু হলো।

২৪ ঘন্টায় সুস্থ ১৩১ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৪ হাজার ২১৭ জন। 

শনাক্তের পাশাপাশি এ বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। এর মধ্যে সিলেটে ৩২ জন, সুনামগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে একজন ও হবিগঞ্জে ১০ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪৯ জন। এর মধ্যে সিলেটে ৪২৬ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ১৯ জন।