সিলেটে ৩ দিনব্যাপী বিভাগীয় নাট্য নির্দেশনা কর্মশালার সফল সমাপ্তি

সিলেটে ৩ দিনব্যাপী বিভাগীয় নাট্য নির্দেশনা কর্মশালার সফল সমাপ্তি

রয়েল ভিউ ডেস্ক:
মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় আজ (২২ মে) সম্পন্ন হলো ৩ দিনব্যাপী সিলেট বিভাগীয় নাট্য নির্দেশনা বিষয়ক কর্মশালা। 

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত'র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহরুল হক শাকিল, বিশিষ্ট নাট্যকার ও সাহিত্যিক রুমা মোদক, বিশিষ্ট নাট্যকার ও সংগঠক মুরাদ খান, নাট্য সংগঠক আবু আজাদ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি। নাট্য সংগঠক ও কর্মশালার স্থানীয় সমন্বয়কারী ধ্রুব জ্যোতি দে'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের কেন্দ্রীয় কমিটির সদস্য জগদ্বীপ দাস তনু ও নাট্য সংগঠক মোতাহের হোসেন সোহেল। অংশগ্রহণকারীদের মধ্য থেকে অনুভূতি জ্ঞাপন করেন নাট্যকর্মী হাবিবুর রহমান শহীদ, তন্বী পাল, সামির পল্লব, ফখরুল হামিদ ও রুবেল মিয়া। 

২০ মে থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী বিভাগীয় নাট্য নির্দেশনা কর্মশালাার প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী। কর্মশালায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান সিলেট বিভাগের সদস্যভূক্ত নাট্য সংগঠনসমূহের অংশগ্রহণকারীগণকে সনদপত্র প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।