সিলেটে ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ফুটবল লীগ

সিলেটে ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ফুটবল লীগ

সিলেটে মাসব্যাপী ফুটবল উৎসব শুরু হচ্ছে আগামী ৬ অক্টোবর। ওইদিন বেলা আড়াইটায় ঝমকালো আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামে ‘সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩’-এর উদ্বোধন করবেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

রবিবার (২ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
বিকেল চারটায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া ভবনের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠিতব্য এ ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগের ১০টি ক্লাব অংশ নেবে। ক্লাবগুলো হচ্ছে- সিলেট ইউনাইটেড ক্লাব, গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, কসমস ক্লাব, জনতা ক্লাব, টিলাগড় ক্লাব, সিলেট স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রিড়াচক্র সিলেট, লাউয়াই স্পোর্টিং ক্লাব ও বীর বিক্রম ইয়ামনি ক্রীড়া চক্র।
৪৫ টি ম্যাচের এ লীগ ৬ অক্টোবর শুরু হবে সিলেট ইউনাইটেড ক্লাব ও বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের খেলার মধ্য দিয়ে। আর শেষ হবে আগামী ৫ নভেম্বর গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলার মধ্য দিয়ে। প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে।
সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল বিধি-উপবিধি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিধি-উপবিধি অনুযায়ী খেলা পরিচালিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির সদস্য সচিব হাজী মিলাদ আহমদসহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।