সিলেটে ৬৬ স্থানে বিদ্যুৎ থাকবে না শুক্রবার!

সিলেটে ৬৬ স্থানে বিদ্যুৎ থাকবে না শুক্রবার!

রয়েল ভিউ ডেস্ক:

সিলেট মহানগরীর অন্তত ৬৬টি এলাকায় আগামীকাল শুক্রবার বিদ্যুৎ থাকবে না। সকাল ৬টা থেকে সকাল ৯টা অবধি বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।

আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এমন তথ্য জানিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি টি-১ পাওয়ার ট্রান্সফর্মারের আইসোলেটরের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্র এবং ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো- উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপাড়, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মীরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি, টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ি, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, দুর্গাবাড়ি, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড প্রভৃতি।