সিলেটে ৭ জনের করোনা শনাক্ত

সিলেটে ৭ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট:
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮ পর্যন্ত) ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, এই ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ জন। 

সোমবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন শনাক্ত ৭ জনের মধ্যে ওসমানী হাসপাতালে একজন, সিলেট জেলায় ২ জন ও মৌলভীবাজারে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ সময়ে ৭৮৫ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার .৮৯ ভাগ। 

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলার ৫ জন রোগি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১২ জন। 

তবে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন ৪১ জন রোগী। এরমধ্যে করোনা সন্দেহজনক ৩৮জন, করোনাভাইরাস পজিটিভ ২ জন  ও আইসিইউতে একজন। 

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১৭৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৬২ জন মারা গেছেন, ওসমানী হাসপাতালে ১১৮ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জের ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫৪ হাজার ৮২৩ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ৪৮ হাজার ৮৬৮ জন।