সিলেটের আইনজীবীদের জন্য সাওলের হার্ট সেমিনার

সিলেটের আইনজীবীদের জন্য সাওলের হার্ট সেমিনার

মানুষের অধিকাংশ রোগের মূল কারণ খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল। জনসচেতনতা সৃষ্টি করে মানুষকে রোগমুক্ত, সুস্থ দেহ, দীর্ঘ জীবন গড়ে দেয়া বিশেষত বিশ্বের এক নম্বর ঘাতক রোগ হার্ট ব্লকেজ ও তার সহযোগী ডায়াবেটিস, ব্লাডপ্রেশার, মানসিক চাপ মুক্ত রাখার স্বাস্থ্য আন্দোলন গড়ে তোলার সামাজিক অঙ্গীকারবদ্ধ 'সাওল  হার্ট সেন্টার, বাংলাদেশ' মঙ্গলবার ৩টায় সিলেট জেলা আইনজীবী সমিতি'র সঙ্গে যৌথ উদ্দ্যোগে ২ নং বার হলে ' সাওল হার্ট সেমিনার ও লাইফস্টাইল মডিফিকেশন' অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ শামসুল হক, বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সাওলহার্ট সেন্টার বিডি লিমিটেডের  প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি এডভোকেট রাজ উদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট আমদ উল্লা শহীদুল ইসলাম প্রমুখ।

সাওলের এজিএম আব্দুল্লাহ আল মামুনের সন্চালনায় অনুষ্ঠিত সেমিনারে- এডভোকেট মাহফুজুর রহমান বলেন, সাওল হার্ট সেন্টারের সঙ্গে যৌথ স্বাস্থ্য সেমিনার আয়োজন প্রস্তাব আমরা সানন্দে গ্রহণ করেছি। সাওলের এই মানবিক আন্দোলন মানব কল্যাণে এক মহৎ উদ্যোগ। আমরা এই আন্দোলনের সঙ্গে থাকব।
এডভোকেট মোঃ শামসুল হক বলেন, রোগ প্রতিকারের চেয়ে  প্রতিরোধ উত্তম, সাওল সেই গুরুত্বপূর্ণ কাজটি করছে।  আমি তাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের এই ধরনের কাজে সহযোগিতা দিতে প্রস্তত থাকব।
কবি মোহন রায়হান বলেন, মানুষ ইচ্ছে করলেই সুস্থ দেহে সুন্দর জীবন এবং দীর্ঘায়ু পেতে পারে। শুধু চাই দৃঢ় ইচ্ছা শক্তি এবং এ বিষয়ে জ্ঞান। সাওল হার্ট সেন্টার সেই কাজটি লেগে থেকে নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছে। মানুষকে স্বাস্থ্য সচেতন করতে দেশব্যাপী সেমিনার, হেলথ ক্যাম্প, ইয়োগা-মেডিটেশন, এক্সারসাইজ প্রশিক্ষণ, ফ্রি স্বাস্থ্য পরামর্শসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে একটি গণমুখী, জনকল্যাণমূলক স্বাস্থ্য আন্দোলন পরিচালিত করে জনসচেতনতা সৃষ্টি করছে। সাওলের মূল লক্ষ্য ব্যবসা নয়, মানবসেবা। মহান মুক্তিযুদ্ধের কমিটমেন্ট থেকে আমরা এটা করছি। আপনারা সবাই এগিয়ে আসুন। তিনি সিলেট আইনজীবী সমিতির সদস্যদের জন্য সাওলের সব পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসায় বিশেষ ছাড় ঘোষণা করেন।
সেমিনারের দ্বিতীয় পর্বে সাওলের প্রতিষ্ঠা ভারতের হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড় ভিডিও বক্তব্যেের মাধ্যমে হৃদরোগের কারণ ও চিকিৎসা সম্পর্কে পরিপূর্ণ দিকনির্দেশনা দেন।
তৃতীয় পর্বে সাওলের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ফারহান আহমেদ ইমন ও ডাঃ কামাল উদ্দিন অংশগ্রহণকারীদের রোগ ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।-বিজ্ঞপ্তি