সিসিক'র নবগঠিত ২৯নং ওয়ার্ডে জুম্মার নামাজ  আদায় করে দোয়া চেয়েছেন অধ্যাপক জাকির হোসেন

সিসিক'র নবগঠিত ২৯নং ওয়ার্ডে জুম্মার নামাজ  আদায় করে দোয়া চেয়েছেন অধ্যাপক জাকির হোসেন

রয়েল ভিউ ডেস্ক:
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সিসিক'র নবগঠিত ২৯নং ওয়ার্ডের অংশ ধরাধরপুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করে নগরবাসীসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মানুষের জন্য দোয়া চেয়েছেন। নামাজ আদায় শেষে তিনি এলাকার মুরুব্বিয়ান,মুসল্লীকেরাম সহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন। নতুন ওয়ার্ডে অন্তর্ভুক্তি হওয়ার কারণে তাদের অনুভূতি কি সে বিষয়ে জানতে চান। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে শতভাগ বিদ্যুতের দেশ বাংলাদেশ স্বীকৃতি লাভ করেছে। তাছাড়া বড় বড় প্রকল্পের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। উন্নয়নের ছোঁয়া থেকে আমাদের পবিত্র সিলেট নগরীও বাদ যায় নি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন মহোদয়ের সহযোগিতায় উন্নয়ন কর্মকান্ড চলমান। যেহেতু ধরাধরপুরবাসী নতুন ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়েছে সেহেতু সিসিক'র সকল ধরনের সুযোগ-সুবিধা সহ উন্নয়নের অংশীদার আপনারাও হবেন। সকল সুযোগ-সুবিধা থেকে আপনারা যাতে বঞ্চিত না হন সে জন্য এলাকাবাসী সবাইকে নিয়ে আগামীতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। পরিবেশ বান্ধব, ডিজিটাল, অপরাধমুক্ত আদর্শিক নগরী গড়তে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই। 

শুক্রবার (২৫ মার্চ ) সিসিক'র নবগঠিত ২৯নং ওয়ার্ডের অংশ ধরাধরপুর জামে মসজিদে মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন এবং দোয়া চান। 

এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট মুরব্বী দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, যুব ও ক্রিড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, তৌফিক বক্স লিপন (কাউন্সিলর), খলিল আহমদ, রকিবুল ইসলাম ঝলক (কাউন্সিলর), যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহুর রহমান মিসবাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নেতা হুমায়ুন আহমদ, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এন.এম ইসলাম, মোঃ ছয়েফ খাঁন। 

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী ও নেতৃবৃন্দ হাজী মোঃ মানিক মিয়া, হাজী মোঃ ফুল মিয়া, কালা মিয়া, মাসুক আহমেদ, নিজাম উদ্দিন, জয়নাল মেম্বার, কামাল উদ্দিন রাসেল,জয়নাল তালুকদার, মোঃ হোসেন মিনহাজ,হুমায়ুন আহমেদ, নুরুল মিয়া, শাকিল আহমেদ, সাজন আহমেদ, আলতাজ হোসেন আকবর হোসেন মু্ক্তা, মাখন মিয়া সায়েম আহমদ, মাজহারুল ইসলাম শাকিল, বদরুল ইসলাম যুবলীগ নেতা আনোয়ার হোসেন, সুমন আহমেদ তালুকদার, সিরাজুল ইসলাম মিরাজুল, কামরুল হাসান টিটু সহ স্থানীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।