সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস  গড়ে তুলতে হবে: ডা. স্বপ্নীল

সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস  গড়ে তুলতে হবে: ডা. স্বপ্নীল

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল। আলোচনায় ডা. স্বপ্নীল বলেন, আমরা যেভাবে খাবার খাই, তা থেকে সরাসরি শক্তি উৎপন্ন হতে পারে না। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার খাবার প্রক্রিয়াজাত করে শক্তি উৎপাদন করে।

তাই খাবার গ্রহণে সচেতন না হলে শরীরের এই বিপাকীয় প্রক্রিয়া ব্যাহত হয়। আমাদের সুস্থ থাকতে সঠিক খাদ্যাভাস গড়ে তুলতে হবে। সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্নলতা রায় এর সভাপতিত্বে ও পরিচালক নাসরিন বেগম এর পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিনিয়র সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী, ইমজার সাধারণ সম্পাদক গোলজার আহমদ, পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক মো. শাহ আলম। আরো উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রাবেয়া আক্তার রিয়া, পরিচালক বিউটি বর্মন, ওয়াহিদা আখলাক, তানজিনা মুমিন আহমদ, তাসমিন আক্তার, তাহেরা জামান, স্বপ্না বেগম, তপতী রানী দাস, রাহিলা জেরিন কানন, সদস্য জলি পুরকায়স্থ, মোছা. আম্বিয়া খাতুন, সানজিদা খানম, সালমা বেগম সুমি, সুলতানা পারভীন, ফাতেমা জান্নাত, রুনা খান, রহিমা খাতুন স্বপ্না প্রমুখ। বিজ্ঞপ্তি