‘সুস্থ থাকার জন্য  শরীরচর্চার বিকল্প নেই’

‘সুস্থ থাকার জন্য  শরীরচর্চার বিকল্প নেই’

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

‘খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার পাশাপাশি শৃঙ্খলা, শিক্ষা ও বিনোদন পাওয়া যায়। এছাড়া, খেলাধুলা পারস্পরিক সম্পর্ক এবং আন্তরিকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ থাকার জন্য শরীরচর্চার বিকল্প নেই। শরীরকে সুস্থ রাখতে খেলাধুলায় অংশগ্রহণ করা প্রয়োজন।’ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের উদ্যোগে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। 

সিসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের সভাপতিত্বে গতকাল বুধবার সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির খান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম শামীম, বিয়ানীবাজার চেম্বার অব কমার্স-এর সভাপতি ফয়েজ হাসান খান ফেরদৌস, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব বুলু, ১৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি এম এ মতিন, ছড়ারপার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ হাজী আব্দুর রহমান, কামাল আহমদ, রুয়েব আহমদ, শিব্বির আহমদ , সাখাওয়াত হোসেন খান শিপলু প্রমুখ। উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষে বিজীয়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি