সহপাঠ্য কার্যক্রম শিক্ষার্থীদের  সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়

সহপাঠ্য কার্যক্রম শিক্ষার্থীদের  সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, ‘সহপাঠ্য কার্যক্রম শিক্ষার অংশ। স্কলার্সহোম শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রমকে উৎসাহিত করে। সহপাঠ্য কার্যক্রম শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। তাদের সময়ের সাথে এগিয়ে যাওয়ার শিক্ষা ও যোগ্যতা তৈরি করে।’ 

তিনি বৃহস্পতিবার স্কলার্সহোম মেজরটিলা কলেজে আয়োজিত বার্ষিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ, প্রভাষক গোলাম মওলা চৌধুরী ও প্রভাষক তোফায়েল আহমেদ শিহাবের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান, প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার। প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণি, ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে নবম ও দশম শ্রেণি এবং সিনিয়র ক্যাটাগরিতে একাদশ ও দ্বাদশের ১০ জন করে নির্বাচিত শিক্ষার্থী। এদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে জুনিয়র গ্রুপে শুভাশিষ দে, রিদম দাস ও সাফওয়ান রহমান, ইন্টারমিডিয়েট গ্রুপে শিব্বির আহমেদ, আরিফুজ্জামান ও তাসফিক আহমেদ, সিনিয়র গ্রুপে মো. জাসীর, তৌহিদুল ইসলাম রাফি এবং জান্নাতুল মাওয়া নিশি। এছাড়াও অধ্যক্ষ ফয়জুল হক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে দর্শক সারি থেকে নির্বাচিত পনেরো জনকে পুরস্কৃত করেন। শেষে বার্ষিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি