সিলেট লেখিকা সংঘের বার্ষিক সংকলন শুচি’র মোড়ক উন্মোচন করলেন রাগীব আলী

সিলেট লেখিকা সংঘের বার্ষিক সংকলন শুচি’র মোড়ক উন্মোচন করলেন রাগীব আলী

২০২২ সালের সিলেট লেখিকা সংঘের বার্ষিক সংকলন শুচি’র মোড়ক উন্মোচন উপলক্ষে এক সভা গত বৃহস্পতিবার সংগঠনের প্রধান উপদেষ্টা দানবীর ড. রাগীব আলীর মালনীছড়া চা বাগানস্থ বাংলোয় অনুষ্ঠিত হয়।

সংঘের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন দানবীর ড. রাগীব আলী। পরিচিতি পর্বের পর মাগরিবের নামাজ শেষে মূল অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের ফুলের তোড়া প্রদান করেন কনিষ্ট লেখিকা জান্নাতুল জাহ্রা।


কবিতা পাঠে অংশ নেন লিপি খান, মাছুমা টফি, কে জি লিপি, নাজমুন নাহার, জাহিদা চৌধুরী, নিলুফা ইসলাম, ইশরাক জাহান, সেনুয়ারা আক্তার, শিপারা বেগম, আলেয়া রহমান, সেলিনা আক্তার। স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন সুরাইয়া পারভীন। এরপর দানবীর ড. রাগীব আলী লেখিকা সংঘের বার্ষিক সংকলন শুচি’র মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সিলেটের মেয়েদের অংশগ্রহণের প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সিলেটের মেয়েরা এখন ছেলেদের চেয়ে এগিয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।


তিনি ঐতিহাসিক ঘটনা সংবলিত স্বরচিত তিনটি কবিতা মুখস্থ আবৃত্তি করে অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেন। এরপর কেক কেটে নিজ হাতে সবাইকে খাইয়ে দেন। এছাড়া লেখিকাদের পক্ষ থেকে আনা নানা রকম শীতের পিঠা অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে পরিবেশন করা হয়।