সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

ডেস্ক রিপোর্ট : সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ গত রোববার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সমিতি সিলেটের সহ সভাপতি মাহবুব ছোবহানী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমেদ ও সহ সাধারণ সম্পাদক অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামের যৌথ পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট মো. মোজাক্কির হোসেন কামালী। শোক প্রস্তাব উপস্থাপন করেন শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সাধারণ সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সৈয়দ নেছার আহমদ।

বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব আতাউর রহমান, মো. আরিফ মিয়া, সহ সভাপতি আ.ন.ম ওয়াহিদ কনা মিয়া ও অধ্যাপক দেলওয়ার হোসেন বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল আলম, কাশমীর রেজা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুকিত, সহ সাংগঠনিক সম্পাদক আশ্রাফুর রহমান চৌধুরী, জনসংযোগ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সদস্য ড. তোফায়েল আহমদ, আব্দুল হান্নান, সিলেট চেম্বারের পরিচালক দেবাংশু দাস মিঠু, অধ্যাপক মাসুক আহমদ, আবু আসাদ চৌধুরী, আব্দুল হক প্রমুখ।

বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমেদ। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আকমল হোসেন। উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, ড. দিদার চৌধুরী, সমসের আলী, আলহাজ্ব তারা মিয়া, কার্যকরি সদস্য মুক্তাদির আহমদ মুক্তা, আফজল হোসেন, এডভোকেট আবুল কাশেম, রাকিব উল্লাহ, মহিলা সম্পাদক নাদিরা বেগম, রফিকুল ইসলাম খছরু, জিল্লুর রহমান জিলুসহ সমিতির সকল নেতৃবৃন্দ।

সাধারণ সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জের উন্নয়নে সিলেটস্থ সুনামগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষা, চিকিৎসা, সমাজ উন্নয়ন, মানবসেবাসহ সেবামূলক কাজে সুনামগঞ্জ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমিতির সকল সদস্যকে স্ব স্ব অবস্থান থেকে দেশ ও সমাজের উন্নয়নে যে ভূমিকা রাখছেন, তা নি:সন্দেহে প্রশংসার দাবিদার। বক্তারা সুনামগঞ্জ সমিতির মতো অন্যান্য সংগঠন ও সমিতিকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।