সিলেটের প্রবীণ সাংবাদিক ওয়াহেদ খান আর নেই

সিলেটের প্রবীণ সাংবাদিক ওয়াহেদ খান আর নেই

সিলেট থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী ও সাপ্তাহিক সিলেট সমাচার পত্রিকার সম্পাদক, প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে সিলেটের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

সিলেটের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল মুখ আব্দুল ওয়াহেদ খান ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৬২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকে ঢাকায় কাজ করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও  সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। 

আজ শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মরহুমের জানাজা  অনুষ্ঠিত হয় ।

শোক : কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খানের মৃত্যুতে কেমুসাসের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু। এক বিজ্ঞপ্তিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবাের প্রতি গভীর সমবেদা জ্ঞাপন করেন। 

ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি।