সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন দৈনিক সিলেটের ডাক- এর ব্যবস্থাপনা সম্পাদক রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ।

এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এলাইছ মিয়া, সিলেট বিভাগ নজরুল সংগীত শিল্পী পরিষদের সভাপতি হিমাংশু বিশ্বাস, স্কুলের শিক্ষানুরাগী সদস্য মো. মুহিব, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিশ্বজিত দেবরায় বিশু, টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক হীরক দে পাপলু, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোছাম্মত সালমা বেগম, স্কুলের অভিভাবক সদস্য মোঃ শফিউল্লাহ ও মো. আমীনূর রহমান পাপলু, শিক্ষক প্রতিনিধি মো আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজসেবক মো. মতিন মিয়া প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র সফল ভ্যাকসিন কূটনীতির ফলে দেশে দ্রুত সময়ের মধ্যে গণটিকা কর্মসূচি হাতে নেয়া সম্ভব হয়েছে। এর আওতায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এর প্রচেষ্টায় এ স্কুলের শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন পাচ্ছেন।