হিজাব নিষিদ্ধের পর বন্ধ করে দেয়া হলে সৌদিতে ফ্রান্সের রেস্টুরেন্ট

হিজাব নিষিদ্ধের পর বন্ধ করে দেয়া হলে সৌদিতে ফ্রান্সের রেস্টুরেন্ট

রয়েল ভিউ ডেস্ক:
সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দার একটি রেস্টুরেন্টে হিজাব পরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ঘটনা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ফ্রান্সের বিখ্যাত রেস্টুরেন্ট চেইনের একটি শাখা বাগাটেল জেদ্দা এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর মিডল ইস্ট মনিটরের।

গত সপ্তাহে এবং এই সপ্তাহের শুরুর দিকে হিজাব এবং আবায়া পরেন এমন নারীদের ওই রেস্টুরেন্টে ঢুকতে বাধা দেয়া হয়। যেসব পুরুষ ঐতিহ্যবাহী থোব বা লম্বা পোশাক পরেন, তাদেরও রেস্টুরেন্টে ঢুকতে দেয়া হয়নি বলে জানা গেছে।

ছোট কিছু নিউজ আউটলেট এবং গ্রাহকরা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার পর রেস্টুরেন্টটি সৌদিদের কাছ থেকে গুগল এবং ফেসবুকে হাজার হাজার নেতিবাচক এবং এক তারকা রিভিউ পেয়েছে। আমিরা আল কাহতানি নামের একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার ফেসবুক পেজে লিখেছেন, এটি ‘কোনও তারকার যোগ্য নয়। কারণ এটি নারী হিজাব পরার অনুমতি দিতে অস্বীকার করে এবং পুরুষদের জন্য সৌদি পোশাক প্রত্যাখ্যান করে। তাদের জেদ্দা থেকে বের করে দেয়া দরকার। তারা আমাদের ধর্মকে সম্মান করে না এবং এটা আমাকে খুব রাগান্বিত করছে।

তবে হিজাবের বিরুদ্ধে অবস্থান নেয়ার আগেও ‘স্বাদহীন’ খাবারের কারণে প্রবলভাবে সমালোচিত হয়েছিল রেস্টুরেন্টটি। যদিও ইসলামিক এবং সৌদি রীতিনীতির বিরুদ্ধে এর নীতিগুলো রেস্টুরেন্টের কফিনে শেষ পেরেক বলে মনে করা হচ্ছে। কারণ গুগল অনুসন্ধানে দেখা গেছে, রেস্টুরেন্টটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, সৌদি নাগরিকদের চাপে পড়েই বাগাটেল জেদ্দা আপাতত বন্ধ করে দেয়া হচ্ছে। তবে সৌদি কর্তৃপক্ষের আদেশের কারণেও এমনটি হতে পারে। কিছু আঞ্চলিক সংবাদ আউটলেট জানিয়েছে, জেদ্দার পাবলিক প্রসিকিউটর রেস্টুরেন্টটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।