হঠাৎ ভালো মানুষ সেজেছেন প্রধানমন্ত্রী: খন্দকার মোশাররফ

হঠাৎ ভালো মানুষ সেজেছেন প্রধানমন্ত্রী: খন্দকার মোশাররফ

রয়েল ভিউ ডেস্ক:
১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে কোন বাধা দেওয়া হবে না—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন কথায় সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় প্রধানমন্ত্রী এমনটা বলেছেন বলে ধারণা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার মোশাররফ বলেন, ‘গতকাল (রোববার) তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ১০ তারিখে সমাবেশে কোন বাধা দেওয়া হবে না। কোনো পরিবহন ধর্মঘট দেওয়া হবে না, এটা জনগণের অধিকার। হঠাৎ করে ভালো মানুষ সেজেছেন।’ 

প্রধানমন্ত্রী ও সরকারকে উদ্দেশ্য করে মোশাররফ বলেন, ‘কত ভালো মানুষ! তাহলে এত দিন আপনারা কী বলেছিলেন। বিএনপি সমাবেশের আয়োজন করলে প্রধানমন্ত্রী বলেছেন যে, সন্ত্রাস সৃষ্টির জন্য সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকে তারা ভালো মানুষ সেজেছে। আমার মনে হয় প্রধানমন্ত্রীর ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় কিছু আছর হয়েছে। না হলে এত ভালো মানুষ আজকে কেন হয়ে গেলেন!’ 

 ‘বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করণ এবং বহির্বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক এই সভায় তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এখন সময়ের দাবি। আমরা গণতন্ত্রের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করছি।’ 

চলমান আন্দোলনে নেতা কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে তিনি বলেন, ‘নেতা কর্মীদের ওপর শত নির্যাতনের পরেও বিএনপির কণ্ঠরোধ করা যায়নি। বিগত দিনের বিভাগীয় গণসমাবেশগুলোতে এটা প্রমাণ হয়েছে। সমাবেশগুলোতে দিন দিন নেতা কর্মীদের সংখ্যা আরও বাড়ছে। শুধু বিএনপির নেতা কর্মীরাই নন, সাধারণ জনগণ আজ রাস্তায় নেমে এসেছে। কারণ তারা এই সরকারকে দেখতে চায় না।’