হবিগঞ্জ জেলায় বোরো ধান কাটা শেষ পর্যায়ে

হবিগঞ্জ জেলায় বোরো ধান কাটা শেষ পর্যায়ে

হবিগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ জেলায় বোরো ধান কাটা এখন শেষ পর্যায়ে। প্রাকৃতিক কারণে ফসলের উল্লেখযোগ্য কোন ক্ষতি না হওয়ায় ধান উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে। জেলা কৃষিসম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় গত রোববার পর্যন্ত চাষাবাদকৃত ১লক্ষ ২২ হাজার ৩শ’ ৭০ হেক্টর জমির ৯৪ ভাগ ধান কাটা শেষ  হয়েছে। ভাটি এলাকায় ১০০ ভাগ ধান কাটা হলেও অপেক্ষাকৃত উঁচু এলাকায় এখনো কিছু ধান কাটা বাকি রয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে। চলতি মৌসুমে কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনামূলক ভর্তুকি মূল্যে কৃষি সরঞ্জাম, বীজ, সার সহযোগিতা এবং ধান কাটার সময়ে প্রয়োজনীয় কম্বাইন হারভেষ্ঠার প্রদান করায় বোরো ধান চাষ ও ফসল উৎপাদনে সহায়ক হয়েছে। ফলন ভালো হওয়ায় উৎপাদন লক্ষ্য মাত্রা অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে। এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে ৫লক্ষ ২২ হাজার ৯শ ৬৮ মেট্রিক টন। জেলা কৃষিসম্প্রসারণ বিভাগের কৃষি প্রকৌশলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কৃষকের ঘরে বাকি ফসল উঠে যাবে বলে আশা করা যাচ্ছে। গত রোববার বিকালে বানিয়াচং উপজেলার সুবিদপুর হাওরে গিয়ে দেখা যায়,কৃষকেরা বিশেষ করে মহিলারা ধান শুকানো, গো-খাদ্যের জন্য খড় স্তূপীকৃত করে সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছেন। আতুকুড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জয় কিশোর দাশ (৭০) জানান, ফলন ভালো হওয়ায় এলাকার কৃষকেরা উৎফুল্ল। এসময় উপস্থিত ছিলেন-সুবিদপুর গ্রামের কৃষক কৃষ্ণকুমার (৫০) অনুমতি সরকার (৫০), হর কিশোর দাশ (৭৫), শিপন সরকার (২৫), মনমোহন সরকার (৭০) তারা সকলেই জানান, প্রকৃতি অনুকূল থাকায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। এখন উৎসবমুখর পরিবেশে ধান গোলায় তোলা হচ্ছে।