হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু

হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের বাহুবল ও মাধবপুর পৃথক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বাহুবলে নৌকা ডুবে চারজন নারী ও মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। বুধবার রাতে (১৩ জুলাই) পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে নৌকা ডুবে ৪ নারী নিহত হয়েছেন। তারা সবাই হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিকারপুর গ্রামের সরাফত উল্লাহর স্ত্রী নেলী বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লাহর স্ত্রী হুরবানু (৪৫), কবির মিয়ার স্ত্রী আয়াতুন্নেছা (৩৫)।

বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম জানান, রাতে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিলেন। নৌকাটি রউয়াইল হাওরে পৌছলে হঠাৎ ডুবে যায়। এতে হাওরের পানিতে তলীয় ৪ মহিলা মারা যান। তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালন শিমুল মো. রাফি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা হলে স্থানীয় ইউপি মেম্বার উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ৪ জন মহিলা মারা গেছেন। আর ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেছে দুই আরোহীর। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রতনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে আরিফ(১৯)ও ফরাশ উদ্দিনের ছেলের লিটন (২০) নিহত হয়েছেন, গুরুত্ব আহত হয়েছেন রনি নামের আরেকজন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের রতনপুর ওভারব্রীজ এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। একজন গুরুতর আহত হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্বার করে। এবং আহত রনিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।