হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, নতুন করে ৬ ইউনিয়ন প্লাবিত

হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, নতুন করে ৬ ইউনিয়ন প্লাবিত

হবিগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ নিয়ে ৭টি উপজেলার  ৫১টি ইউনিয়ন  এখন বন্যার পানিতে নিমজ্জিত। ক্ষতিগ্রস্ত উপজেলা গুলো হচ্ছে বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, লাখাই, হবিগঞ্জ সদর, বাহুবল ও মাধবপুর । তন্মধ্যে আজমিরীগঞ্জ, বানিয়াচং ও লাখাই উপজেলার সবকটি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। ভাটি অঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। 

জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, বন্যা কবলিত এলাকায় ২২৫টি আশ্রয় কেন্দ্রে ১৭ হাজার ৩শ ৪৭ বন্যার্ত আশ্রয় নিয়েছেন। ২৩ হাজার ২শ ৩৫টি পরিবার পানি বন্দি রয়েছে। ৭৯হাজার ৭শ ২০জন লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বেসরকারী হিসাবে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা দ্বিগুন।  জেলা প্রশাসন এ পর্যন্ত বন্যা কবলিত এলাকায় ২০০ মেট্রিক টন চাল, ১০ লক্ষ টাকা নগদ এবং ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরন করেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় বুধবার দুপুরে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।