হবিগঞ্জ-বানিয়াচং সড়কের  পাশে তাজা মাছের বাজার

হবিগঞ্জ-বানিয়াচং সড়কের  পাশে তাজা মাছের বাজার
ফাইল ছবি

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে হাওরের তাজা মাছের কয়েকটি অস্থায়ী বাজার ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিদিন সকাল কিংবা বিকেলে শহর বা দূর-দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে মাছ কিনতে আগ্রহী ক্রেতারা বাজারগুলোতে ভিড় জমান। বিশেষ করে আতুকুড়া ও ভবানিপুরের সম্মুখ সড়কে প্রতিদিনই মাছ বিক্রয়ের দৃশ্য সহজেই নজরে পড়ে।  

সরেজমিনে দেখা গেছে, সকালে কিংবা পড়ন্ত বিকেলে হাওর থেকে ধরে আনা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে জেলেদের নৌকাগুলি যখন সড়কের পাশে ভিড়ে তখন ক্রেতারা তৎপর হয়ে উঠেন। সামান্য দর কষাকষি শেষে কাক্সিক্ষত মাছ ক্রয় করে হাসিমুখে তারা বাড়ি ফিরে যান। এক সময়ে ভাটিপাড়া এলাকায় এই মাছ বিক্রয় শুরু হলেও সাম্প্রতিককালে তা ভবানিপুর ও আতুকুড়া এলাকায় বিস্তৃত হয়। চলতি বর্ষা মৌসুমের শুরুতে বন্যায় জেলার শত শত পুকুর ও মাছের খামারের বিভিন্ন প্রজাতির মাছ ভেসে যাওয়ায় এ বছর হাওরে মাছ ধরা পড়ছে বেশি।
মাইক্রোবাস চালক জুয়েল মিয়া জানান, তাজা মাছ কেনার জন্য তিনি প্রায়ই এখানে আসেন। সোহাগ মিয়া বলেন, শহরের বিভিন্ন বাজারের তুলনায় সড়কের পাশে অনেক সস্তায় তাজা মাছ পাওয়া যায়। বর্ষা মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসকল অস্থায়ী বাজারের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।