হারুনুর রশিদ স্যারের কাছে ভাটেরাবাসী চিরঋণী

হারুনুর রশিদ স্যারের কাছে ভাটেরাবাসী চিরঋণী

রয়েল ভিউ ডেস্ক:

হারুনুর রশিদ স্যার ভাটেরার অধিবাসী না হয়েও ভাটেরার শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে যে ভূমিকা রেখে গেছেন তার জন্য ভাটেরাবাসী চিরঋণী। তিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন আদর্শ শিক্ষক, সহকর্মীদের কাছে একান্ত বন্ধু, ভাটেরা স্কুল ও কলেজের উন্নয়ন এবং ভাটেরা ইউনিয়ন প্রতিষ্ঠায় ছিলেন নিরব কর্মবীর। অবসর জীবনে তিনি ভাটেরা গার্লস স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানকে যে উচ্চতায় রেখে গেছেন তা ভাটেরা গার্লস স্কুলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। ভাটেরাবাসীর কল্যাণে এ গুণী শিক্ষাবিদ তাঁর জীবনের সিংহভাগ সময় বেহিসেবে ব্যয় করেছেন-এ জন্য মহান আল্লাহ রাবুল আল আমীন নিশ্চয়ই তাঁকে জান্নাতের মেহমান করে নিবেন ।

গতকাল ১০ জুন (শুক্রবার) ভাটেরিয়ান সিলেটের আয়োজনে এবং আমেরিকা প্রবাসী মনজুর আহমদের সহযোগিতায় কুলাউড়া উপজেলার ভাটেরা গার্লস স্কুল মিলনায়তনে বিকেল ৩ টায় ভাটেরিয়ান সিলেট এর সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এবং ভাটেরা গার্লস স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মরহুম হারুনুর রশিদ-এর 'জীবন ও কর্ম' শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এ কথাগুলো বলেন। 

ভাটেরিয়ন সিলেট এর সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কুরআন মজীদ তেলাওয়াত প্রচার সম্পাদক মো. কামরুজামান। অনুষ্ঠানে হারুন স্যারের কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ নেন ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব বশিরুল ইসলাম, হারুনুর রশিদ স্যারের জামাতা, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহাম্মদ মহিবুল হক, ভাটেরা স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মনিরুল ইসলাম মাস্টার, ভাটেরিয়ান সিলেট এর সহসভাপতি মো. শফিক মিয়া, ভাটেরা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক হামিদ খান, ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মিছবাউর রহমান, ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সাবেক সভাপতি, রাজনীতিবিদ মো. আকমল হোসেন তালুকদার, সাগরনাল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম, ভাটেরিয়ান সিলেট এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খান, ভাটেরা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আব্দুল লতিফ, ভাটেরিয়ান সিলেট এর প্রতিষ্ঠাকালীন সদস্য আমেরিকা প্রবাসী মনজুর আহমদ, ভাটেরা গার্লস স্কুলের সহকারী শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, সহকারী শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্য কাওছার আহমদ মুন্না প্রমুখ।

সভাপতির বক্তব্যে ভাটেরিয়ন সিলেট এর সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমান আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনে সহযোগিতার জন্য ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শাহ আজিজুর রহমান পারুল, ভাটেরিয়ান সিলেট এর কর্মীবৃন্দ, আমেরিকা প্রবাসী মনজুর আহমদ এবং ভাটেরা গার্লস স্কুল কর্তৃপক্ষসহ সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী ও কাওছার আহমদ মুন্নাকে ধন্যবাদ জানান।

দোয়া মাহফিল পরিচালনা করেন ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান। মোনাজাত শেষে সুধীবৃন্দের মধ্যে শিরনি বিতরণ করা হয়।