১ আগস্ট খাদ্যশস্য রপ্তানি শুরু করছে রাশিয়া!

১ আগস্ট খাদ্যশস্য রপ্তানি শুরু করছে রাশিয়া!

রয়েল ভিউ ডেস্ক:
আগামী ১ আগস্ট থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু করতে চাচ্ছে রাশিয়া। চলতি বছরের শেষ পর্যন্ত তা অব্যাহত রাখার কথা বলছে তারা। এসময়ে ২৫ মিলিয়ন টন খাদ্যশস্য রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংঘাত ও খাদ্যসঙ্কট নিয়ে বৈঠক হয়। এতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, ‘এখনও খাদ্য ও জ্বালানির এক দায়িত্বশীল সরবরাহকারী রাশিয়া। চলতি বছর রেকর্ড সর্বোচ্চ গম উৎপাদনের আশা করছি আমরা। তাই সিদ্ধান্ত নিয়েছি নোভোরোসিস্ক বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানি করার। আগামী ১ আগস্ট থেকে সেই কার্যক্রম শুরু করতে পারি। আর এ বছরের শেষ পর্যন্ত তা অব্যাহত রাখতে পারি।’ 
 
পশ্চিমা প্রতিনিধিদের উদ্দেশে নেবেনজিয়া বলেন, ‘আমরা অন্যান্য পণ্য বেচাকেনা নিয়েও আলোচনা করতে পারি। এর মধ্যে আগামী জুন থেকে ডিসেম্বরে সম্ভাব্য ২২ মিলিয়ন টন সার রপ্তানির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। কিন্তু আপনারা যদি আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার না করার ইচ্ছা পোষণ করেন, তাহলে আমাদের কেমন করে দোষারোপ করতে পারেন?’

তিনি প্রশ্ন ছুড়ে দেন, কেন গরিব জাতি ও অঞ্চলগুলোর মানুষ আপনাদের দায়িত্বহীন ভূ-রাজনৈতিক খেলার ভুক্তভোগী হবে?  

তার মতে, বর্তমান অবস্থায় বিশ্বে খাদ্য পরিস্থিতির অবনতির জন্য রাশিয়ার ওপর দায় চাপানো অযৌক্তিক ও অন্যায়। 
 
রুশ কূটনীতিক জানান, ইউক্রেনের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি রাশিয়ার কারণে নয়, সেদেশের কারণেই বন্ধ রয়েছে। খেরসন, নিকোলায়েভ, চেরনোমর্স্ক, মারিউপোল, ওচাকভ, ইউঝনি ও ওডেসা বন্দরে ১৭টি দেশের ৭৫টি জাহাজ অবরুদ্ধ করে রেখেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। জলপথে মাইন বসিয়েছে তারা।

তিনি আরও  বলেন, প্রয়োজনের সময় দরিদ্র দেশগুলোতে খাদ্যশস্য রপ্তানি করছে না ইউক্রেন। পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গুদামে তা মজুত করা হচ্ছে। অস্ত্র কেনার মূল্য পরিশোধে এমনটা করছে তারা। 

বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য রপ্তানিকারক রাশিয়া। তবে ইউক্রেনে আগ্রাসনের কারণে দেশটির ওপর অসংখ্য নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
এতে রুশ শস্য রপ্তানি ব্যাহত হচ্ছে। ফলে বৈশ্বিক খাদ্য সরবরাহে ঘাটতি সৃষ্টি হয়েছে। নিত্যপণ্যের দাম বাড়ছে দ্রুতগতিতে।