‘১৫ মার্চ থেকে স্বাভাবিক হবে সকল প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম’

‘১৫ মার্চ থেকে স্বাভাবিক হবে সকল প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম’

রয়েল ভিউ ডেস্ক :
১৫ মার্চ থেকে সারাদেশের প্রতিষ্ঠানগুলোর শিক্ষাকার্যক্রম চলবে স্বাভাবিকভাবে। সেদিন থেকেই সকল স্তরে ক্লাসের সংখ্যাও স্বাভাবিক নিয়মে নির্ধারিত হবে। এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১২ মার্চ) সকালে ওয়ারিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

করোনা মহামারি শুরুর পর থেকে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর কার্যক্রম বন্ধ ছিল। এরপর প্রতিষ্ঠান খুললেও আগের মতো স্বাভাবিক রুটিন কার্যকর ছিল না। কিছু কিছু ক্লাসে সপ্তাহে একদিন ক্লাস হয়েছে বা একদিন পর পর ক্লস হয়েছে। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি শ্রেণিতেই সপ্তাহে ছয়দিন নিয়মিত রুটিনে ক্লাস চলবে।

এর আগে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির ফলে গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে কারিগরি কমিটির পরামর্শ নিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খোলার অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। ২ মার্চ থেকে সশরীরে ক্লাস শুরু হয় প্রাথমিক বিদ্যালয়েও। উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ প্রথমবারের মতো বন্ধ ঘোষণা করা হয় সকল শিক্ষাপ্রতিষ্ঠান।