১৮ মাসের মধ্যে শ্রীলঙ্কার অর্থনীতি ফেরানোর অঙ্গীকার বিক্রমাসিংহের

১৮ মাসের মধ্যে শ্রীলঙ্কার অর্থনীতি ফেরানোর অঙ্গীকার বিক্রমাসিংহের

রয়েল ভিউ ডেস্ক:
শ্রীলঙ্কার নব নিযুক্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এখন বিশ্বাস করেন, বর্তমানে কঠিন সময় পার করলেও অচিরেই ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কার অর্থনীতি। তিনি বলেছেন, তার বিশ্বাস তিনি শ্রীলঙ্কার অর্থনীতিতে সুদিন ফেরাতে পারবো। অর্থনীতি স্থিতিশীল অবস্থায় ফেরাতে ১৮ মাস চাইলেন লঙ্কান প্রধানমন্ত্রী।

বিক্রমাসিংহে বলেন, "২০২৩ সালটা শ্রীলঙ্কার জন্য খুব কঠিন হবে কিন্তু ২০২৪ সালের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।" 

কেন আবার দায়িত্ব নিয়েছেন? সেই প্রসঙ্গে বিক্রমাসিংহে বলেছেন, দেশের খারাপ অবস্থা দেখে তিনি এগিয়ে এসেছেন। তার বিশ্বাস তিনি ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলতে পারবেন। এছাড়াও রাজনৈতিক সংস্কারের ওপরও জোর দিয়েছেন এই বর্ষীয়ান নেতা।

বিক্রমাসিংহে বলেন, "আমার মনে হয় বিক্ষোভকারী খুব বেশি কিছু চেয়েছেন, তারা কেবল চেয়েছে পরিবর্তন। আর এটা কেবল প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করার বিষয় নয়, গোটা পার্লামেন্টকেই শক্তিশালী করতে হবে।"