২২ মণের ‘হিরো আলম’র দাম ৮ লাখ টাকা

২২ মণের ‘হিরো আলম’র দাম ৮ লাখ টাকা

রয়েল ভিউ ডেস্ক :
কোরবানির হাটে না নামলেও অনলাইনে গরুর বাজার মাতাচ্ছে বগুড়ার হিরো আলম। ২২ মণ বা ৯শ’ কেজি ওজনের হিরো আলমের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। এরইমধ্যে সাড়ে ৫ লাখ টাকা দামও উঠেছে হিরো আলমের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচিত কিংবা বিদ্রুপের শিকার বগুড়ার বাসিন্দা হিরো আলমকে ভালোবেসে নিজের তার নামে গরুর নাম রেখেছেন শহরের ফুলবাড়ী এলাকার তরুণ জিয়াম।
 
বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার বাসিন্দা জিয়ামের বাড়িতে, ২০১৯ সালের শেষ দিকে জন্ম হিরো আলমের। জিয়াম বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বগুড়ার হিরো আলমকে নিয়ে অনেক ট্রল হলেও, করোনা কিংবা বন্যায় অসহায়দের পাশে সবসময় দাঁড়ানোর কারণে আলমকে পছন্দ করেন তিনি। তাই জন্মের কিছুদিন পর প্রিয় গরুর নাম রেখেছেন হিরোর নামে।

২২ মণ ওজনের হিরো আলম শুধু নামে নয়, জিয়ামের পরিচর্যায় থাকেও হিরোদের মতো। দিনে তিন বার গোসল, এক কাঁদি সবরি কলা, নাজিরশাইল চালের ৩ কেজি ভাত; আর খৈল-ভুষি-খড় তো রয়েছেই। দিন রাত মিলিয়ে সব সাবাড় করে হিরো আলম।

বিষয়টি নিয়ে কথা হয় অভিনেতা-মডেল হিরো আলমের সাথে। ভালোবেসে তার নামে গরুর নাম রাখায় খুশি তিনি নিজেও।

হিরো আলমের মালিক জিয়াম বলছেন, জন্মের পর থেকে গোয়াল ঘরেই বড় হয়েছে আলম। তাই তাকে হাটে নেবেন না, বিক্রির চেষ্টা করছেন অনলাইনে। তাতে সাড়াও মিলছে ভালো।