২৪ ঘণ্টায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৩,৫০১

২৪ ঘণ্টায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৩,৫০১

রয়েল ভিউ ডেস্ক :
বিগত ২৪ ঘন্টায় ২,৫৬৮ জনকে কোভিড মুক্ত ঘোষণা করা হয়েছে, সুস্থতার হার এখন ৮৭.১৮ শতাংশ।
সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে কোভিডজনিত কারণে মারা গেছেন আরও ৩১ জন, এই সময়ে নতুন শনাক্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৫০১। 

এই সময়ে কোভিড শনাক্তের হার বেড়ে ২৯.৭৭ শতাংশে দাঁড়িয়েছে, এর আগের দিন শনাক্তের হার ছিল ২৮.৩৩ শতাংশ।  

এর আগে গতকাল রোববার দেশে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ৩৪ মৃত্যু হয় কোভিডের কারণে।  

গতকালের আগে কোভিডজনিত কারণে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ছিল গত বছরের ২২ সেপ্টেম্বর। সেদিন ভাইরাসজনিত কারণে মৃত্যু হয় ৩৬ জনের। 

এ সময়ে মৃতদের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, দুইজন চট্টগ্রামের, পাঁচজন খুলনার, ময়মনসিংহ ও রংপুরের তিনজন এবং রাজশাহী ও সিলেটের একজন ।

বিগত ২৪ ঘন্টায় ২,৫৬৮ জনকে কোভিড মুক্ত ঘোষণা করা হয়েছে, সুস্থতার হার এখন ৮৭.১৮ শতাংশ।   

দেশে করোনাভাইরাস প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে একই মাসের ১৮ তারিখে।