২৭ ডিসেম্বর অর্ধ দিবস হরতাল

২৭ ডিসেম্বর অর্ধ দিবস হরতাল

রয়েল ভিউ ডেস্ক:
ভোট ডাকাত অবৈধ, লুটপাটকারী, নিপীড়নকারী আওয়ামী লীগ সরকারের বিদায়ের দাবিতে আগামী ২৭ ডিসেম্বর অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে সর্বজন বিপ্লবী দল।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির আহ্বায়ক প্রকৌশলী ম ইনামুল হক বলেছেন, কোন ব্যক্তি বা দলের স্বার্থে নয়, আমরা জনগণের স্বার্থে, সুশাসনের প্রয়োজনে, জনগণের সংবিধান চাই, জবাবদিহিতার সরকার চাই। আমরা ভোটকেন্দ্র দখলের, কালো আইনের, কালো টাকার নির্বাচন দূর করতে চাই। আমরা এই লক্ষ্যে ২৭ ডিসেম্বর অর্ধদিবস হরতাল ডাক দিয়েছি। ভোট ডাকাত অবৈধ হাসিনা সরকারের বিদায়ের দাবিতে একমত হলে আমরা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলন করব।

তিনি বলেন, শেখ হাসিনার অবৈধ ‘বল্লালি শাসন’ সকলের কাছে এখন স্পষ্ট। তাঁর ‘কুকুর কমিশন’ এখন প্রভুর কাছ থেকে আসা নির্দেশ অনুযায়ী নিবন্ধনকামী প্রতারক, লোভী, উচ্ছিষ্টভোগী দলগুলির নাকের ওপর জাতে তোলার মুলা ঝুলিয়ে যাবে। আওয়ামী সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মাঠে যথাযথ নেতৃত্ব ও রাজনৈতিক দিক নির্দেশনার অভাবে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বিএনপি ১০ ডিসেম্বর ১০ দফা দাবির আন্দোলন ঘোষণা করে ১৯ ডিসেম্বর ২৭ দফা রাষ্ট্র মেরামতের লক্ষ্যে দিয়ে দেশবাসীকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। কিছু ডান ও বাম দল বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করবে বলে লোকদেখানো সভা সমাবেশই করে চলছে।