৪ হাজার বন্যার্তকে খাদ্য সহায়তা দিচ্ছে আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজ ও হাসপাতাল

৪ হাজার বন্যার্তকে খাদ্য সহায়তা দিচ্ছে আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজ ও হাসপাতাল

রয়েল ভিউ ডেস্ক ॥ প্রাথমিক পর্যায়ে সিলেট অঞ্চলের ৪ হাজার বন্যার্তকে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজ ও আল হারামাইন হাসপাতাল। কোম্পানির চেয়ারম্যান মাহতাবুর রহমান নাছিরের নির্দেশনায় গতকাল রোববার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সহস্রাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিবারের সদস্য ও সরকারি কর্মকর্তা ও এলাকার বিশিষ্টজনকে সঙ্গে নিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজ এর ভাইস চেয়ারম্যান ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বন্যার্তরা আমাদেরই স্বজন। এই দু:সময়ে সর্বস্ব দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আল হারামাইন গ্রুপ বরাবরের মতো অসহায় দুর্গত মানুষের পাশে রয়েছে। এই ভয়াবহ বন্যায় প্রাথমিকভাবে ৪ হাজার মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সিলেটের গোয়াইনঘাট, বিয়ানীবাজার, সুনামগঞ্জ, ছাতক, মৌলভীবাজার, বড়লেখা, কুলাউড়াসহ অন্যান্য বন্যা কবলিত এলাকায়ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজ এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ওলিউর রহমান বন্যা পরবর্তী রোগ বালাইয়ে আক্রান্তদের সহায়তার উদ্দেশ্যে আগামী ৩০ জুলাই পর্যন্ত আল হারামাইন হাসপাতালে পরীক্ষায় বিশেষ ছাড়ের ঘোষণা দেন। যে কেউ এই হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করালে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। 

কোম্পানীগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ কালা মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এছাড়া ওলিউর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে তাঁর সহধর্মিনী আফিয়া খানম, আল হারামাইন এর ব্যবস্থাপনা পরিচালক ডা: এহসানুর রহমান, তাঁর সহধর্মিনী ডা: রাফা জায়গীরদার ও তাদের ছেলে আয়মান আমিনুর রহমান উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন আল হারামাইন হাসপাতালের মার্কেটিং ম্যানেজার মো: পারভেজ আহমদ ও ট্রান্সপোট ম্যানেজার সাব্বির আহমদ। 
এদিকে, দুপুরে বুড়দেও গ্রামের ঠিকাদার কালা মিয়ার বাড়িতে পাঁচ শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। আল হারামাইন গ্রুপ অব কোম্পানিজ এর পক্ষ থেকে পাঠানো এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলী, কোম্পানীগঞ্জ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা শ্রমিকলীগ নেতা নুরুল হক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী। অপরদিকে গোয়াইনঘাট এলাকায়ও আল হারামাইন গ্রুপ ও হাসপাতালের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, বন্যার্তদের প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণ চাল, চিড়া, খেজুর, গুড় ও জীবন রক্ষাকারী মেডিসিন প্রদান করা হয়।