৬৮ বছরে পা দিলেন শেখ রেহানা

৬৮ বছরে পা দিলেন শেখ রেহানা

রয়েল ভিউ ডেস্ক:
প্রথম হাঁটতে শেখার দিনে তার দিকে যে আঙ্গুলটি এগিয়ে দেয়া হয়েছিল সেটি তার পিতার। যিনি ছিলেন এই স্বাধীন বাংলাদেশের স্থপতি। প্রথমে সেই বাড়িয়ে দেয়া হাত ধরে, পরে জাতির জনকের দেখিয়ে দেয়া পথ ধরে তিনি হাঁটছেন। সক্রিয় রাজনীতির সামনের সারিতে না এলেও মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে পথ চলায় অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন অবিরত।

হাঁটতে হাঁটতে পার করে দিয়েছেন জীবনের ৬৭টি বছর। তিনি আর কেউ নন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে সবার প্রিয় শেখ রেহানা। ক্যালেন্ডারের পাতায় তিনি আজ পা রাখছেন ৬৮ বছরে। শুভ জন্মদিন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের এই সন্তান কখনও রাজনীতিতে আসেননি। তবে বোন শেখ হাসিনার সাথে রয়েছেন ছায়ার মত।

অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন ছেলেমেয়ে। তাদের মধ্যে বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন সংসদ সদস্য। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। আর ছোট মেয়ে আজমিনা সিদ্দিক লন্ডনে কন্ট্রোল রিস্কস নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক।