চেমসফোর্ডে আজ প্রথম ওয়ানডে আয়ারল্যান্ডকে হারানোর চ্যালেঞ্জ

চেমসফোর্ডে আজ প্রথম ওয়ানডে আয়ারল্যান্ডকে হারানোর চ্যালেঞ্জ

রয়েল ভিউ ডেস্ক: আয়ারল্যান্ড গত মার্চে বাংলাদেশ সফর করে গেছে। ১৮৩ রান ও ১০ উইকেটের ব্যবধানে দু’টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই আজকের খেলায় বাংলাদেশ ফেভারিট। যদিও ম্যাচটি আয়ারল্যান্ডের সাথে কিন্তু খেলা হবে ইংল্যান্ডে। এসেক্সের চেমসফোর্ডে ইংলিশ কন্ডিশনে টাইগাররা কেমন পারফর্ম করবেন সেটার এখন কৌতূহলের বিষয়। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে সিলেটে তিনদিনের ক্যাম্প করে গেছে বাংলাদেশ টিম। তখন একটি হাস্যকর যুক্তি উপস্থাপন করা হয়েছে এভাবে যে, ইংলিশ কন্ডিশনের সাথে মিল রেখে সিলেটে প্র্যাকটিস করছে টাইগাররা। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। কনকনে শীত, উইকেট এসব বিবেচনায় বাংলাদেশকে আজ লড়তে হবে। এন্ডিবেলবিরনি, হেরি টেকটর, পল স্টার্লিং, মার্ক এডেয়ার, গ্রাহাম হিউম এরা ইংলিশ কন্ডিশনে বরাবরই ভালো খেলে।
তামিম, লিটন, সাকিব, মুশফিক, শান্ত এদের উপর আজ বড় দায়িত্ব থাকবে বড় স্কোর গড়ে তোলার। বোলিংয়ে মুস্তাফিজ, এবাদত এবং বিশেষ করে সাকিব যথাযথ পারফর্ম করতে পারলে আইরিশদের কম রানে বেঁধে রাখা সম্ভব।
ইস্ট লন্ডন থেকে খুবই কাছাকাছি চেমসফোর্ড। টাইগারদের উৎসাহ দিতে আজ নিশ্চয়ই মাঠে চলে যাবেন বাংলাদেশিরা। হয়তো লাল সবুজে ছেয়ে যাবে চেমসফোর্ড। অল দা বেস্ট টাইগার্স।