বডিবিল্ডার জাহিদের লাথি কাণ্ড তদন্ত করছে মন্ত্রণালয়

বডিবিল্ডার জাহিদের লাথি কাণ্ড তদন্ত করছে মন্ত্রণালয়

রয়েল ভিউ ডেস্ক:
জাতীয় শরীর গঠন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার লাথি মেরে ছোড়ে ফেলেছিলেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। সেই বিষয়টি তদন্ত করে দেখছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তাই প্রকৃত ঘটনা কী তা খতিয়ে দেখতে তদন্ত করছি আমরা।’

এরই মধ্যে মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

গত শুক্রবার শরীর গঠন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই কাণ্ড ঘটনা শুভ। ১৭০ কেজি–ঊর্ধ্ব মেনস ফিজিক বিভাগে দ্বিতীয় হন তিনি। কিন্তু তার অভিযোগ তাকে অন্যায়ভাবে দ্বিতীয় করা হয়েছে।

ইভেন্টটি পাতানো ছিল বলেও দাবি করেন শুভ। তার সঙ্গে কর্মকর্তারা খারাপ ব্যবহার করেছেন বলেও অভিযোগ তার।

শুভর পুরস্কারে লাথি দেওয়ার ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি বেশ আলোড়ন ফেলে। পরে শুভকে আজীবন নিষিদ্ধ করে ফেডারেশন।

তবে শুভ আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। পরে একাধিক ভিডিওতে বলেছেন, দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো অনুশোচনা নেই তার।