আলিয়া ভাটের প্রথম অডিশনের ভিডিও ভাইরাল
রয়েল ভিউ ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রথম অডিশনের ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নাদুস-নুদুস আদুরে গোলগাল চেহারা, মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। তার পরনে সাদা-কালো রঙের পোশাক। হাতে স্ক্রিপ্ট নিয়ে সংলাপ বলছেন আলিয়া ভাট। কম বয়সি আলিয়াকে এমন রূপে দেখছেন অনুরাগীরা, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।
২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন আলিয়া ভাট। বলিউডে অভিষেক হওয়ার আগের ভিডিও এটি। পুরনো সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
নেটিজেনদের অনেকে আলিয়ার লুক দেখে প্রশংসা করেছেন। তবে আলিয়া ভক্তদের মধ্যে তৈরি হয়েছে দুটি পক্ষ। এক পক্ষের দাবি, ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার জন্য দেওয়া অডিশনের ভিডিও এটি। এ সিনেমার মাধ্যমে আলিয়ার অভিষেক হয়েছে।’
অন্য পক্ষের দাবি, ‘ওয়েক আপ সিড’ সিনেমার জন্য প্রথম অডিশন দেন আলিয়া। ভাইরাল ভিডিওটি সেই অডিশনের।’ তবে এখনো এই বিতর্কের অবসান হয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার জন্য দেওয়া অডিশনের ভিডিও এটি। ওই সময়ে আলিয়ার বয়স ছিল ১৭ বছর।
২০১২ সালে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আলিয়া। কিন্তু অভিষেক সিনেমা দিয়ে দর্শকদের খুব একটা নজর কাড়তে পারেননি তিনি। কিন্তু তার দুই বছর পর ‘হাইওয়ে’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন আলিয়া ভাট।