আরটিভি’র অদ্যম সুর বাছাই পর্বে সিলেট  বিভাগের জিডিএফ’র ৫ শিক্ষার্থী উত্তীর্ণ

আরটিভি’র অদ্যম সুর বাছাই পর্বে সিলেট  বিভাগের জিডিএফ’র ৫ শিক্ষার্থী উত্তীর্ণ

আরটিভি’র রিয়েলিটি শো অদ্যম সুর-২০২৩ বাছাই পর্বে প্রাথমিক পর্যায়ে সিলেট বিভাগের মধ্যে গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। 
প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে মিউজিক্যাল রিয়েলিটি শো আরটিভি অদ্যম সুর এ সারাদেশে বাছাই পর্বে উত্তীর্ণ ১১০ শিক্ষার্থীর মধ্যে সিলেট বিভাগের ৫ জন সবাই জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলেন-রাদিয়া জান্নাত, ইসরাত জাহান শোভা, তাহমিনা আক্তার মৌমি, সমীরঞ্জন বিশ^াস, শুভজিৎ দাস।

প্রাথমিকভাবে অনলাইনে সংগীত প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে ঢাকায় স্বশরীরে মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান বলেন, জিডিএফ পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী আরটিভি’র রিয়েলিটি শো অদ্যম সুর এর বাছাই পর্বে উত্তীর্ণ হওয়ায় আমরা আনন্দিত। এর আগেও আমাদের বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষার্থীরা বহির্বিশে^ সিলেটের মুখ উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রতিবন্ধী মানুষদের নিয়ে আরটিভি’র আয়োজন প্রশংসনীয়। আগামীতে এ ধরনের সুন্দর, মনোমুগ্ধকর আয়োজন অব্যাহত রাখতে আরটিভি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

আলাপকালে আরটিভি’র স্টাফ রিপোর্টার (সিলেট) কামকামুর রাজ্জাক রুনু বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার সুনামধন্য প্রতিষ্ঠান জিডিএফ’র প্রতিষ্ঠাতা, সর্বজন পরিচিত মরহুম রজব আলী খান নজিব থাকাকালীন সময় থেকে আমার সাথে সুসম্পর্ক ছিল। বর্তমানে তার ছোট ভাই বায়জিদ খান জিডিএফ’র পরিচালনার দায়িত্ব পালন করছে। সেবামূলক এই প্রতিষ্ঠানের অনেক সুনাম ও সাফল্য রয়েছে সিলেটে। জিডিএফ’র প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষা, সাংস্কৃতিতে ভালো কিছু অর্জন করে সিলেট বিভাগের সুনাম বয়ে আনবে। তিনি বলেন, প্রতিবন্ধীদের নিয়ে মিউজিক্যাল রিয়েলিটি শো আরটিভি অদ্যম সুর অনুষ্ঠান সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে।-বিজ্ঞপ্তি