আমার জীবনের বাকি সময়টুকু  আপনাদের পাশে থাকতে চাই

আমার জীবনের বাকি সময়টুকু  আপনাদের পাশে থাকতে চাই

রয়েল ভিউ ডেস্ক: জাতীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘আপনারা আমাকে পাঁচ বার জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। আপনারদের ভালোবাসার ঋণ কখনো শোধ করার মতো নয়। আমিও আমার সব আরাম আয়েশ ত্যাগ করে বিগত বন্যা, করোনাকালীন সময়,  আপনাদের সুখে দুঃখে পাশে থেকে কাজ করেছি। আমার জীবনের বাকি সময়টুকু আপনাদের পাশে থাকতে চাই।’ 
তিনি বলেন, ‘বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ছাতক দোয়ারাবাজারবাসী ছিল উন্নয়ন বঞ্চিত। ২টি টেকনিক্যাল কলেজসহ ১৯ টি কলেজ ও ৫৪ টি হাইস্কুল প্রতিষ্ঠা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তিসহ ব্যাপক উন্নয়ন হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে আমার হাত দিয়ে।’ তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, ‘দেশে অরাজকতা সৃষ্টি করে পুলিশ হত্যা, গাড়ীতে অগ্নিসংযোগসহ নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’ 

এমপি মানিক বলেন, ‘বন্যা পরবর্তী রাস্তাঘাটের উন্নয়ন কাজ চলছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে এবং ছাতক দোয়ারা বাজারের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহবান জানান। 
গত শনিবার বিকালে ছাতকের আল ইখওয়ান বালিকা দাখিল মাদ্রাসা শরিষপুর এমপিওভুক্ত হওয়ায় তাকে দেওয়া এক সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, যুগ্ম আহবায়ক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ছাতক উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আফজাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, দোলার বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান শায়েস্তা মিয়া,সাবেক সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ, শামীম আহমদ, ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, দপ্তর সম্পাদক আবু তাহের, সাহিত্য সম্পাদক আব্দুল্লা আল মামুন, ছাত্রলীগ নেতা দ্বীনুল ইসলাম শ্যামল প্রমুখ। মুহিবুর রহমান মানিক এমপি আরো বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ছাতক দোয়ারায় হাজারো কোটি টাকার উন্নয়ন হয়েছে।