‘যুক্তরাষ্ট্রে ১৩ না ১৪ বারে হলো স্পিকার, এ ধরনের ঝামেলা আমাদের হয় না’

‘যুক্তরাষ্ট্রে ১৩ না ১৪ বারে হলো স্পিকার, এ ধরনের ঝামেলা আমাদের হয় না’

রয়েল ভিউ ডেস্ক:
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপত্র নেড প্রেইসের বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করা নিয়ে শুক্রবারের বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, আমেরিকায় ১৩ না ১৪ বারে হলো স্পিকার, এ ধরনের ঝামেলা আমাদের হয় না। 

রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার ৭২ শতাংশ জনগণ মনে করে তাদের গণতন্ত্র খুব দুর্বল। তাদের দুটি বড় পার্টি রিপাবলিকান এবং ডেমোক্রেট। এর মধ্যে রিপাবলিকান পার্টির ৭৭ শতাংশ মানুষ মনে করে গত প্রেসিডেন্ট নির্বাচন ‘ওয়াজ এ ফ্রড ইলেকশন’। ‘দে হেভ স্টোলেন ইলেকশন’ এমন তাদের মনমানসিকতা। আমাদের দেশেও কিছু লোক এমন আছে।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে কত শতাংশ মানুষ ভোট দেয়- সর্বোচ্চ ৫০ শতাংশ, অন্যদিকে আমাদের দেশে ৭০-৯০ শতাংশ মানুষ ভোট দেয়। সর্বশেষ গাইবান্ধার উপনির্বাচনেও ভোট দেওয়ার হার অনেক।

তিনি বলেন, বাংলাদেশে ইলেকশন স্বতঃস্ফূর্ত এবং উৎসবের আমেজে হয়। ওই সব দেশে নির্বাচনের এক মাস আগে ক্যাম্পেইন শুরু হয় আমাদের দেশে এক বছর আগে থেকে ক্যাম্পেইন শুরু হয়।