সাংবাদিক জিতেন সেনের  ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

 সাংবাদিক জিতেন সেনের  ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

সিলেটের প্রবীণ সাংবাদিক ও বাম রাজনীতিবিদ জিতেন সেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০০৫ সালের ৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ১৯৬৭ সালে মাত্র ১৫ বছর বয়সে জিতেন সেন বাম ঘরানার ছাত্র রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

দীর্ঘ ৩৬ বছরের সাংবাদিকতা পেশায় তিনি জাতীয় দৈনিক, দৈনিক আওয়াজ, দৈনিক জনকণ্ঠ, ভোরের কাগজ, আজকের কাগজ, সিলেটের অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী, দৈনিক মানচিত্র, সাপ্তাহিক সমাচারসহ সিলেট ও ঢাকার বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা ও পাক্ষিক ম্যাগাজিনে কাজ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। 
তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ১৬ জানুয়ারি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিড়াটগ্রামে জিতেন সেন জন্মগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি