এডভোকেট রনজিত সরকারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার বলেছেন, বাঙালি হিন্দু ধর্মাবম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে আসছে।
দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হয়ে উদযাপনে এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়। এখানে সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। তিনি রোববার দিনব্যাপী ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি ধর্মপাশা উপজেলার সুখাইর ইউনিয়নের উওরপাড়া, সুখাইর চৌধুরী বাড়ি, সুখাইর বাজার দুর্গা মন্দির, সুখাইর দক্ষিণ পাড়া নবনী দাসের বাড়ি, মানিক লাল দাসের বাড়ি, জয়শ্রী ইউনিয়ন বাঘাউছাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিতি ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ধর্মপাশা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু প্রমুখ।-বিজ্ঞপ্তি