কুলাউড়ায় অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কুলাউড়ায় অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রয়েল ভিউ ডেস্ক:
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রবল বৃষ্টির কারণে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য দুইটি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেলে কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের এই ঘোষণা দেওয়া হয়।

কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যার পানির বৃদ্ধি পাওয়ায় উপজেলার ইসলামগঞ্জ এবং জুড়ীর নার্সারি ফিডারের বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

তিনি বলেন, এতে কাদিপুর, ভূকশিমইল, শশারকান্দি ইসলামগঞ্জ ও জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

তিনি আরও জানান, পানি কমে গেলে ওই দুই ফিডারের বিদ্যুৎ পুনরায় চালু করা হবে।