গাড়িতে পতাকা ছাড়াই  পদ্মায় গেলেন মার্কিন রাষ্ট্রদূত 

গাড়িতে পতাকা ছাড়াই  পদ্মায় গেলেন মার্কিন রাষ্ট্রদূত 


রয়েল ভিউ ডেস্ক: গাড়িতে পতাকা ব্যবহার করছেন না বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠক করেছেন। 
এ বৈঠকে আসার পর সাংবাদিকদের দৃষ্টিগোচর হয় যে, মার্কিন রাষ্ট্রদূত তার গাড়িতে পতাকা ব্যবহার করেননি।
গত সোমবার বিশেষ কয়েকটি রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের পর এদিন প্রটোকল ছাড়াই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। তবে, এদিন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গাড়িতে পতাকা ব্যবহার করেননি। 
 ওই বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, অনেক দেশের তুলনায় বাংলাদেশ অধিকতর দক্ষভাবে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। 
 আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ওই বৈঠকে ডাকা হয়েছিল।