তারেক- জোবায়দার  মামলায় এজলাসে হট্টগোল

তারেক- জোবায়দার  মামলায় এজলাসে হট্টগোল

রয়েল ভিউ ডেস্ক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে আদালতে হট্টগোল হয়েছে। 
গতকাল মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। 

সেই অনুযায়ী এদিন দুপুর দুইটার পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ চলাকালে বিএনপিপন্থি আইনজীবীরা এজলাস কক্ষে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, এ সময় আদালত কক্ষে ছবি তোলাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী আদালতেই শ্লোগান দিতে থাকেন। 

এ অবস্থায় বিচারক এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান। এরপর আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীরাও সেখানে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে এজলাস কক্ষের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সন্ধ্যা ৬টার পর ফের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।  
এর আগে গত ১৩ এপ্রিল তাদের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। এরপর গত ২১ মে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।